আমরা এমন ডাকসু নির্বাচন চাই নাই: আব্দুল কাদের

আব্দুল কাদের ও তার ফেসবুক পোস্ট
আব্দুল কাদের ও তার ফেসবুক পোস্ট | ছবি: এখন টিভি
2

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের বলেছেন, আমরা এমন ডাকসু নির্বাচন চাই নাই। যেখানে শিবির, ছাত্রদল আর বিএনপি জামাত মিলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে।

আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অ্যাকাউন্টে এক পোস্টে তিনি একথা জানান।

আব্দুল কাদের বলেন, নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাগাভাগি করে শিবির ছাত্রদলকে নির্বাচনে কারচুপি করতে, অনিয়ম করে সহযোগিতা করেছে।

আরও পড়ুন:

এদিকে আজ ডাকসু ও হল সংসদ নির্বাচনে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ১১০টি বুথে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত তিন ঘণ্টায় ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে। সকাল পৌনে ১০টায় রিটার্নিং কর্মকর্তা তারিক মনজুর এ তথ্য জানান। 

আরও পড়ুন:

অন্যদিকে প্রথম ৩ ঘণ্টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ৩৫ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রে বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। বেলা সোয়া ১১টায় এই তথ্য জানান কেন্দ্র প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা।

আরও পড়ুন:

এর আগে আসন্ন নির্বাচনে সংগঠনটির জিএস (সাধারণ সম্পাদক) পদে লড়ছেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। মুখপাত্র আশরেফা খাতুন ডাকসুর এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে প্রার্থী হয়েছেন। ডাকসুর ২৮টি পদের মধ্যে ২৭টি পদে প্রার্থী ঘোষণা করেছে বাগছাস।

সেজু