চবিতে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ সমাবেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল | ছবি: এখন টিভি
0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল (রোববার, ৩১ আগস্ট) বিকেলে জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। তারা নিরাপদ শিক্ষাঙ্গনের দাবি তুলে ধরেন এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনাও করেন। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘আমার ভাই আহত কেন, প্রশাসনের জবাব চাই; সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না।’

সমাবেশে সাবেক জুলাইযোদ্ধা এসএম সুইট বলেন, ‘চট্টগ্রামের ঘটনা প্রমাণ করে প্রশাসন সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে ইন্টেরিম সরকারকে পদত্যাগ করতে হবে।’

আরও পড়ুন:

তিনি ইবি প্রশাসনকেও সতর্ক করে বলেন, ‘এমন হামলা ইবিতেও ঘটতে পারে, তাই প্রস্তুতি নিতে হবে। চবির ঘটনার সূত্রপাত ঘটে শনিবার রাত ১২টার দিকে, যখন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিজ বাসায় ঢুকতে গিয়ে দারোয়ানের সঙ্গে তর্কে জড়ান এবং মারধরের শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়।’

গতকাল (রোববার, ৩১ আগস্ট) সকালেও শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের সদস্যদের ওপর হামলা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৪৪ ধারা জারি করে।

ইএ