ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে জানানো হয়, ঢাকায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে সাস্টের প্রকৌশল অনুষদের সব ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন তারা।