জাবিতে সাঁওতালদের বাহা বঙ্গা উৎসবের বর্ণিল আয়োজন

.
ক্যাম্পাস
শিক্ষা
0

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় আচারের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো উদযাপিত হলো সাঁওতাল সম্প্রদায়ের বাহা বঙ্গা উৎসব। আজ (শুক্রবার, ১৪ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়ামঞ্চে বাহা বঙ্গা উদযাপন কমিটির আয়োজনে দিনব্যাপী এই অনুষ্ঠানের শুরু হয়।

এসময় ঐতিহ্যবাহী গান ও নাচের তালে তালে বিশ্ববিদ্যালয়ের শালবনে জড়ো হয়ে পূজা-অর্চনার অংশ নেন সাঁওতাল ধর্মাবলম্বী নারী ও পুরুষরা।

এরপর দিনব্যাপী নিজেদের মধ্যে শালফুল বিতরণ, তীর নিক্ষেপ, ঐতিহ্যবাহী বাহা নাচ ও নিজেদের আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয় বাহা উৎসব।

উৎসবে অংশগ্রহণকারীরা জানান, দেশের অন্যান্য জনগোষ্ঠী যেমন তাদের নিজস্ব সম্প্রদায়ের উৎসব পালন, যেমন পাহাড়িরা জুম, বাঙালিরা নববর্ষ পালন করে, তেমনি সাঁওতালরাও বাহা বঙ্গা উৎসব উদযাপন করে থাকে।

বসন্ত ঋতুতে বিশেষ করে শাল গাছে নতুন ফুল ফুটলে সাঁওতাল সম্প্রদায় এই উৎসব পালন করে থাকে। এই উৎসবে মূলত সাঁওতাল সম্প্রদায়ের মঙ্গল ও তাদের জীবিকায় সমৃদ্ধি কামনা করা হয়

ইএ