প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভার সময়সূচি প্রকাশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর | ছবি: এখন টিভি
0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে (Primary Assistant Teacher Recruitment) উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার বা ভাইভার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। গত (রোববার, ২৫ জানুয়ারি) দেশের ৩টি জেলা— চাঁপাইনবাবগঞ্জ, মানিকগঞ্জ ও বরিশাল মৌখিক পরীক্ষার পৃথক সময়সূচি প্রকাশ করেছে। আগামী ২৮ জানুয়ারি থেকে এই জেলাগুলোতে ভাইভা শুরু হবে।

ভাইভার সময়সূচি ও গুরুত্বপূর্ণ তারিখ (Viva Schedule & Dates)

  • ভাইভা শুরু (Viva Start Date): ২৮ জানুয়ারি, ২০২৬।
  • ভাইভা শেষ (Viva End Date): ৩ ফেব্রুয়ারি, ২০২৬।

কাগজপত্র জমা (Document Submission): ভাইভায় অংশগ্রহণের আগে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে (District Primary Education Office) আগামী ২৭ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রের এক সেট সত্যায়িত কপি জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র (Acknowledgment Slip) সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন:

লিখিত পরীক্ষার ফলাফল একনজরে (Written Exam Result)

গত ২১ জানুয়ারি প্রকাশিত সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফলে সারা দেশে মোট ৬৯,২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এই বিশাল সংখ্যক প্রার্থীর মধ্য থেকেই মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে মেধাবী শিক্ষকদের নির্বাচিত করা হবে।

মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র (Required Documents for Viva)

মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের অবশ্যই নিচের মূল কপিগুলো (Original Copies) সাথে রাখতে হবে:

  • ১. লিখিত পরীক্ষার প্রবেশপত্র (Admit Card).
  • ২. অনলাইন আবেদনের কপি (Applicant's Copy).
  • ৩. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও মার্কশিট (Academic Certificates & Marksheets).
  • ৪. নাগরিকত্ব সনদ (Citizenship Certificate) ও এনআইডি কার্ড (NID Card).
  • ৫. কোটার সপক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র (Quota Certificate - if applicable). ৬. ৩-৪ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

সতর্কতা: নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত না হলে কোনোভাবেই পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

আরও পড়ুন:

প্রাথমিক শিক্ষক ভাইভা সময়সূচি ২০২৬ (জেলাভিত্তিক)

জেলার নাম (District) পরীক্ষা শুরু (Start Date) পরীক্ষা শেষ (End Date) স্থান (Location)
চাঁপাইনবাবগঞ্জ ২৮ জানুয়ারি, ২০২৬ ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ ডিসি অফিস / ডিইও অফিস
মানিকগঞ্জ ২৮ জানুয়ারি, ২০২৬ ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ জেলা প্রাথমিক শিক্ষা অফিস
বরিশাল ২৮ জানুয়ারি, ২০২৬ ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ বরিশাল বিভাগীয়/জেলা অফিস

আরও পড়ুন:

মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের চেকলিস্ট

মৌখিক পরীক্ষার দিন বোর্ডে উপস্থাপনের জন্য নিচের মূল কপিগুলো অবশ্যই সাথে রাখতে হবে (এবং আগে থেকেই এক সেট সত্যায়িত কপি অফিসে জমা দিতে হবে):

  • প্রবেশপত্র: লিখিত পরীক্ষার মূল প্রবেশপত্র (Admit Card).
  • আবেদনকারীর কপি: অনলাইন আবেদনের সময় ডাউনলোড করা Applicant's Copy.
  • শিক্ষাগত সনদ: এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত সকল মূল সার্টিফিকেট ও মার্কশিট.
  • নাগরিকত্ব সনদ: ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র/সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত মূল সনদ.
  • পরিচয়পত্র: জাতীয় পরিচয়পত্র (NID Card) বা জন্ম নিবন্ধন সনদের মূল কপি.
  • চারিত্রিক সনদ: প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র.
  • কোটার প্রমাণপত্র: মুক্তিযোদ্ধা, এতিম, প্রতিবন্ধী বা পোষ্য কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মূল সনদ.
  • ছবি: অন্তত ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি.
  • প্রাপ্তি স্বীকারপত্র: জেলা শিক্ষা অফিসে কাগজপত্রের ফটোকপি জমার পর প্রাপ্ত 'একনলেজমেন্ট স্লিপ'.

আরও পড়ুন:

এসআর