নির্বাচনের আগেই প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ, চূড়ান্ত প্রক্রিয়ায় অধিদপ্তর

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা | ছবি: এখন টিভি
0

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে (Government Primary Schools) দীর্ঘদিন ধরে চলা শিক্ষক সংকট নিরসনে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের (13th National Parliamentary Election) আগেই ১৪ হাজার ৩৮৫ জন সহকারী শিক্ষক নিয়োগ (Assistant Teacher Recruitment) প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)।

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৬: একনজরে তথ্য

বিষয় (Topic) বিস্তারিত তথ্য (Details)
মোট শূন্যপদ (Total Vacancy) ১৪,৩৮৫টি
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ (Written Qualified) ৬৯,২৬৫ জন
মৌখিক পরীক্ষা শুরু (Viva Starts) ২৮ জানুয়ারি, ২০২৬
প্রয়োজনীয় কাগজপত্র (Required Documents) মূল সার্টিফিকেট ও সব কাগজপত্রের সত্যায়িত কপি
লক্ষ্যমাত্রা (Target) নির্বাচনের আগেই চূড়ান্ত নিয়োগ

* সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)

আরও পড়ুন:

শূন্য পদের পরিসংখ্যান ও বর্তমান সংকট (Vacancy Statistics & Current Crisis)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে শিক্ষক সংকটের চিত্র বেশ উদ্বেগজনক:

প্রধান শিক্ষক (Head Teacher): অনুমোদিত ৬৫,৪৫৭টি পদের মধ্যে ৩৪,১০৬টি পদই শূন্য।

সহকারী শিক্ষক (Assistant Teacher): ৩,৫৫,৬৫৩টি অনুমোদিত পদের বিপরীতে ২৪,৫৩৬টি পদ ফাঁকা রয়েছে।

প্রশাসনিক জটিলতা: প্রধান শিক্ষকের সংকটের কারণে ১৩,৬৭৫টি পদে বর্তমানে সহকারী শিক্ষকরা চলতি দায়িত্বে (Current Charge) রয়েছেন।

দীর্ঘদিন ধরে মামলা, নিয়োগ পরীক্ষায় দেরি এবং পদোন্নতিতে ধীরগতির (Slow Promotion Process) কারণে এই বিশাল সংকট তৈরি হয়েছে, যা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

নিয়োগ প্রক্রিয়ার সর্বশেষ আপডেট (Recruitment Process Updates)

শিক্ষক সংকট কাটাতে নিয়োগ প্রক্রিয়াকে সর্বোচ্চ গতিশীল করা হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক (Director General) আবু নূর মো. শামসুজ্জামান জানিয়েছেন, নির্বাচনের তফসিল বা অন্য কোনো কারণে এই নিয়মিত নিয়োগ প্রক্রিয়া (Regular Recruitment Process) আটকে রাখার সুযোগ নেই।

লিখিত পরীক্ষার ফলাফল (Written Exam Result): গত ২১ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, যেখানে ৬৯,২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

মৌখিক পরীক্ষার সময়সূচি (Viva Voce Schedule): ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ, মানিকগঞ্জ ও বরিশাল জেলায় মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষা চলবে। পর্যায়ক্রমে অন্য জেলাগুলোতেও সময়সূচি প্রকাশ করা হবে।

আরও পড়ুন:

সরকারের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা (Government’s Future Plan)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা (Primary & Mass Education Advisor) ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, ঝরে পড়া শিক্ষার্থীদের (Dropout Students) বিদ্যালয়ে ফেরাতে এবং শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া সরকারের অগ্রাধিকার।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই ১৪ হাজার নিয়োগ শেষ হওয়ার পর আরও প্রায় ৩২ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হতে পারে। ফলে ভবিষ্যতে আরও একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি (Huge Recruitment Circular) আসার সম্ভাবনা রয়েছে।


এসআর