চট্টগ্রাম বোর্ডে ফল বিপর্যয়, ৫ বছরে সর্বনিম্ন পাসের হার

চট্টগ্রাম শিক্ষা বোর্ড
চট্টগ্রাম শিক্ষা বোর্ড | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয় হয়েছে। এবার চট্টগ্রাম বোর্ডে ২৮১টি কলেজের ১ লাখ ২ হাজার ৯৭০ পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৫৬০ জন পাশ করেছেন। পাঁচ বছরের মধ্যে এই বোর্ডে ২০২৫ সাল পাসের হার সর্বনিম্ন। পাসের হার মাত্র ৫২ দশমিক ৫৭ শতাংশ।

গেল বছরের চেয়ে পাসের হার কমেছে প্রায় ১৮ শতাংশ। কমেছে জিপিএ ফাইভও। জিপিএ ফাইভ পেয়েছেন মাত্র ৬ হাজার ৯৭ জন।

আরও পড়ুন:

গত বছরের চেয়ে ৪ হাজার ১৭২ জন কম জিপিএ ফাইভ পেয়েছে। শতভাগ পাশ করেছে ৮টি কলেজে। এছাড়াও শতভাগ ফেল করেছে ৫টি কলেজে।

আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ।

এ সময় পাসের হার কমার কারণ হিসেবে তিনি বলেন, ‘তিন পার্বত্য জেলা ও কক্সবাজারে শিক্ষক সংকট প্রকট, নেই প্রয়োজনীয় ল্যাব ও অবকাঠামো সুবিধা। চট্টগ্রামে পাসের হার ভালো হলেও এই চার জেলার খারাপ ফলের প্রভাব পড়েছে বোর্ডের গড় পাসের হারে।’

সেজু