ময়মনসিংহে বিসিএস প্রিলিমিনারিতে অংশ নিয়েছেন ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী

পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের ভিড়
পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের ভিড় | ছবি: এখন টিভি
0

সারাদেশে একযোগে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায়। ময়মনসিংহে এবার ২৮টি কেন্দ্রে মোট ৩০ হাজার ৩৮১ জন পরীক্ষার্থী এ প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন বলে জানিয়েছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)।

গতকাল (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) বিপিএসসি কর্তৃক আয়োজিত জেলা পরিষদের ভাষা শহিদ আব্দুল জব্বার মিলনায়তনে ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) উপলক্ষে প্রস্তুতিমূলক সেমিনারে আয়োজন করা হয়। 

এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। সেমিনারের শুরুতেই বিপিএসসির আঞ্চলিক কার্যালয় ময়মনসিংহের উপপরিচালক কামরুন্নাহার শেফার সঞ্চালনায় পরীক্ষা সংশ্লিষ্ট নিয়ম-কানুন নিয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সেখানে জানা যায়, ময়মনসিংহে ২৮টি কেন্দ্রে এবার মোট ৩০ হাজার ৩৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

সকাল থেকেই নগরীর বিভিন্ন কেন্দ্রে ভিড় করা পরীক্ষার্থীদের পরীক্ষার আধাঘণ্টা আগে সুশৃঙ্খলভাবে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে।

আরও পড়ুন:

বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তিতে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইলফোন, ক্যালকুলেটর ও যাবতীয় ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এতে মূলফটোকেই তল্লাশি করে পরিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়।

যেকোনো ধরনের জালিয়াতি ও প্রতারণা রোধে পুলিশের তৎপরতা বৃদ্ধিসহ যানজট এড়াতে নগরীর ১৯টি পয়েন্টে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। 

এদিকে প্রথমবারের মতো বিসিএস প্রিলিমিয়ারি পরীক্ষায় অংশ নিতে আসা পরিক্ষার্থী ও অভিভাবকদের কপালেও ছিল চিন্তার ভাঁজ।

এসএইচ