যেসব উৎস থেকে প্রশ্ন ফাঁস হয়, সেগুলো বন্ধ করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

যেসব উৎস থেকে প্রশ্ন ফাঁস হয়, সেগুলো বন্ধ করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা | এখন টিভি
0

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সি আর আবরার বলেছেন, যেসব উৎস থেকে প্রশ্ন ফাঁস হতো, সেসব উৎস বন্ধ করা হয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস যাতে না হয় সেজন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

আজ (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

ফলাফল প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘রেওয়াজ অনুযায়ী ৬০ দিনের মধ্যেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।’

পরীক্ষা পরিদর্শনের বিষয়ে তিনি বলেন, ‘আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ৩ হাজার ৮১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা বিশাল এক কর্মযজ্ঞ। কোনোরকম বিঘ্ন ছাড়াই পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। যে ধরনের ব্যত্যয় ঘটে মাঝে-মধ্যে তা যেন না হয়, সে চেষ্টা করা হয়েছে। এই সুষ্ঠু পরিবেশেই শেষদিন পর্যন্ত অব্যাহত থাকবে।’

এসএস