আজ (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
ফলাফল প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘রেওয়াজ অনুযায়ী ৬০ দিনের মধ্যেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।’
পরীক্ষা পরিদর্শনের বিষয়ে তিনি বলেন, ‘আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ৩ হাজার ৮১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা বিশাল এক কর্মযজ্ঞ। কোনোরকম বিঘ্ন ছাড়াই পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। যে ধরনের ব্যত্যয় ঘটে মাঝে-মধ্যে তা যেন না হয়, সে চেষ্টা করা হয়েছে। এই সুষ্ঠু পরিবেশেই শেষদিন পর্যন্ত অব্যাহত থাকবে।’