জবির শিক্ষার্থী সংসদ নির্বাচন আজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় | ছবি: এখন টিভি
0

বার বার তারিখ পেছানোর পর অবশেষে আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারেনি জবি শিক্ষার্থীরা।

এবারের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৬৪৫ জন। মোট ৩৯টি কেন্দ্রে স্থাপন করা হয়েছে ১৭৮টি বুথ। এ দিন সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত।

আরও পড়ুন:

এ নির্বাচনে প্রধান দুই ছাত্রসংগঠন ছাত্রশিবির এবং ছাত্রদলের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের আশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

এর আগে, গত ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) এ শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেদিনই সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তা স্থগিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

এসএইচ