বাজেট
অর্থনীতি
0

সংসদে ২০২৪-২৫ অর্থবছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাস

জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। আজ (রোববার, ৩০ জুন) সংসদে বড় কোনো ধরনের পরিবর্তন ছাড়াই পাস হলো নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট।

জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পরে তা সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাস হয়।

গত ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শিরোনামে নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন তিনি।

অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট এটি।

এর আগে গতকাল উল্লেখযোগ্য সংশোধনী ছাড়াই জাতীয় সংসদে পাস হয় অর্থবিল ২০২৪। গৃহিত সংশোধনীগুলোর মধ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্কারোপের প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া বহাল থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। অর্থবিল ২০২৪ উত্থাপনের পাশাপাশি বাজেটের সমাপনী আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী উভয়েই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও কিছু সময় চেয়েছেন।

তবে দুর্নীতি বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

টানা একমাস ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা-পর্যালোচনা শেষে আজ জাতীয় সংসদে পাস হলো ২০২৪-২৫ অর্থবছরের বাজেট।

আসু