নভেম্বরের ৩ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৮.৯ শতাংশ

ডলার ও বাংলাদেশ ব্যাংক লোগো
ডলার ও বাংলাদেশ ব্যাংক লোগো | ছবি: সংগৃহীত
0

নভেম্বর মাসের প্রথম তিন দিনে দেশের রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৪৮.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে সর্বশেষ এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এ সময় প্রবাসীরা দেশে ৩৫০ মিলিয়ন ডলার পাঠিয়েছেন। গত বছর একই সময়ে ছিল ২২১ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ১০ হাজার ৪৭৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৯ হাজার ১৫৯ মিলিয়ন ডলার।—বাসস

এএইচ