জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বাজেট বাস্তবায়নের হার দাঁড়িয়েছে প্রায় ১৩ শতাংশে

সরকারি লোগো
সরকারি লোগো | ছবি: সংগৃহীত
0

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বাজেট বাস্তবায়নের হার দাঁড়িয়েছে প্রায় ১৩ শতাংশে। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১২ শতাংশ। আজ (বুধবার, ৫ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ তাদের সবশেষ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে।

বলা হয়, প্রথম প্রান্তিকে মোট ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৯৬৪ কোটি টাকায়। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৯৫ হাজার ১৬৫ কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর রাজস্ব আদায় করেছে ৮৯ হাজার ৮৩৯ কোটি টাকা। এটি বার্ষিক লক্ষ্যমাত্রার ১৮ শতাংশ।

আরও পড়ুন:

গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এনবিআরের রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৭৪ হাজার ২৩৯ কোটি টাকা।

আদায়ের পরিমাণ ছিল ১৫ শতাংশ। সে হিসেবে গত অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় এবার রাজস্ব আদায় বেড়েছে। তবে রাজস্ব আদায় বাড়লেও লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি রয়েছে।

সেজু