আওয়ামী লীগ সরকারের আমলে শেয়ারবাজারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে মঙ্গলবার (৪ মার্চ) বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ জারি করেন সংস্থাটির চেয়ারম্যান।
সেই সাথে অনিয়মের সাথে যুক্ত থাকা কর্মকর্তা-কর্মচারীদের শোকজ করেছে বর্তমান কমিশন। এতে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এই প্রেক্ষিতে বুধবার বেলা ১২টার দিকে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের ঘেরাও করে বিক্ষোভ করে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।