যাত্রীসেবা বাড়াতে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে স্ন্যাকস কর্নারের উদ্বোধন

স্ন্যাকস কর্নার
স্ন্যাকস কর্নার | ছবি: এখন টিভি
1

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট যাত্রীদের জন্য বিশ্রাম ও নিত্যপ্রয়োজনীয় খাবারের সহজলভ্যতা নিশ্চিত করতে স্ন্যাকস কর্নারের উদ্বোধন করা হয়েছে। আজ (শনিবার, ৪ অক্টোবর) সন্ধ্যায় পুনাক দিনাজপুরের উদ্যোগ ও বাস্তবায়নে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট অভ্যন্তরে স্ন্যাকস কর্নারের উদ্বোধন করেন দিনাজপুরের পুলিশ সুপার মারুফত হুসাইন।

এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, ‘সীমান্ত দিয়ে প্রতিদিন দেশি-বিদেশি অসংখ্য যাত্রী যাতায়াত করেন। তাদের জন্য বিশ্রাম ও নিত্যপ্রয়োজনীয় খাবারের সহজলভ্যতা নিশ্চিত করতে এ স্ন্যাকস কর্নার ভ্রমণকে করবে আরও আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময়।’

আরও পড়ুন:

তিনি পুনাক দিনাজপুরের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘যাত্রী সাধারণ ও আগত অতিথিদের সেবায় বাংলাদেশ পুলিশ সর্বদা বদ্ধপরিকর।’

উদ্বোধন অনুষ্ঠানে হাকিমপুর সার্কেল অফিসার, হিলি ইমিগ্রেশনের কর্মকর্তা, পুলিশ সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসএস