অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ উদ্যোগ নিয়েছে। আজ (শনিবার, ৫ জুলাই) প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে নতুন অর্থবছরের শুরুতে আমদানিকারক, রফতনিকারক এবং তাদের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্টকর্তৃক আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-করাদি এ-চালানের মাধ্যমে অনলাইনে সরাসরি সরকারি ট্রেজারিতে জমা দেয়ার ব্যবস্থা চালু করা হয়েছে।
কাস্টমসের এসাইকোড ওয়ার্ল্ড সিস্টেমের সঙ্গে এ-চালান সিস্টেমের ইন্টিগ্রেশনের মাধ্যমে আমদানি-রপ্তানিকারকের নিজস্ব ব্যাংক একাউন্ট হতে অফলাইন অথবা অনলাইন পদ্ধতিতে সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা দেওয়ার নতুন যুগের সূচনা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের এসাইকোড ওয়ার্ল্ড এবং অর্থবিভাগের আইবাস প্লাস প্লাস টিম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান ব্যবস্থায় করদাতাগণ দিনের একটি নির্দিষ্ট সময়ে আরটিজিএস পদ্ধতিতে যে শূল্ক-কর জমা দেন তা সরকারি ট্রেজারিতে জমা হতে কয়েকদিন সময় লেগে যায় বিধায় সরকারের আর্থিক ক্ষতি হয়। এখন থেকে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে ঘরে বসে অটোমেটেড চালানের (এ-চালান) মাধ্যমে অনলাইনে কাস্টমস শুল্ক জমা দিয়ে দ্রুততম সময়ে পণ্য খালাস করা যাবে। এ-চালান এর মাধ্যমে জমা দেওয়া এই অর্থ তাৎক্ষণিকভাবে সরকারের ট্রেজারিতে জমা হবে বিধায় সরকার তাৎক্ষণিকভাবে এই নগদ অর্থ খরচ করতে পারবে।
এনবিআর জানায়, অর্থ বিভাগের আইবাস প্লাসপ্লাস স্কিমের এ- চালান সিস্টেম ও জাতীয় রাজস্ব বোর্ডের এসাইকোড ওয়ার্ল্ড সিস্টেমের মধ্যে সফল ইন্টিগ্রেশন সম্পন্ন পূর্বক আইবাস প্লাসপ্লাস ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের তত্ত্বাবধানে ১ থেকে ২ জুলাই ২০২৫ তারিখে চট্টগ্রাম কাস্টমস হাউসের অধীন আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট এবং কাস্টমস হাউস চট্টগ্রামের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সফল প্রশিক্ষণ প্রদান শেষে ৩ জুলাই সোনালী ব্যাংক কাস্টমস হাউসসহ সকল তফসিলি ব্যাংকের মাধ্যমে শুল্ক-কর সফলতার সাথে সরাসরি সরকারি ট্রেজারিতে জমা করা শুরু হয়েছে। এদিন ৭৫ টি বিল এন্ট্রির বিপরীতে ১৩ কোটি টাকার অধিক কাস্টমস শুল্ক তাৎক্ষণিক সরকারি কোষাগারে জমা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ-চালান সরকারি রাজস্ব আহরণের একটি ওয়েবভিত্তিক সিস্টেম যার মাধ্যমে আমদানিকারক, রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট যেকেউ ঘরে বসে ইন্টারনেট ব্যাংকিং (ডেবিট/ক্রেডিটকার্ড,এমএফএস/ রকেট/ বিকাশ/ নগদ/ উপায়/ এমক্যাশ/ট্রাস্টপে ইত্যাদি) এর মাধ্যমে কাস্টমস ডিউটি জমা দিয়ে সিস্টেম জেনারেটেড রিসিপ্ট নম্বর দিয়ে বন্দর হতে পণ্য খালাস করতে পারবেন। পাশাপাশি যেকোন ব্যাংকের (৬১টি ব্যাংকের ১১ হাজার ৭০০ শাখা) যেকোন কাউন্টারে একাউন্ট ডেবিট অথবা চেক ক্লিয়ারিং এর মাধ্যমে শুল্ক-কর পরিশোধ করে আমদানি পণ্য দ্রুততম সময়ে খালাস করতে পারবেন।
জাতীয় রাজস্ব বোর্ড বলছে, এরই মধ্যে গত ২৩ এপ্রিল আইসিডি কমলাপুর কাস্টমস হাউসে প্রথম এই পদ্ধতিতে শুল্ক-কর আদায়ের পাইলটিং শুরু হয়। পরবর্তীতে, পানগাঁও কাস্টমস হাউসে তা চালু করা হয়। তৃতীয় স্টেশন হিসেবে চট্টগ্রাম কাস্টমস হাউসে ৩ জুলাই একই পদ্ধতিতে শুল্ক-কর জমা নেয়া চালু করেছে। আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টমস হাউসসহ অন্যান্য সকল কাস্টমস হাউস একইভাবে এ-চালান এর মাধ্যমে অনলাইনে সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা দেয়া চালু করবে। সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা হবার ফলে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিতসহ এ আদায় প্রক্রিয়া হবে আরো সহজ এবং আর্থিকখাত হবে সুশৃঙ্খল।