থার্ড টার্মিনাল চালু হতে আরো ১ বছর সময় লাগবে: বিমান পরিবহন উপদেষ্টা
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ব্যয়, নকশায় ত্রুটি, শেখ হাসিনা সরকারের রাজনৈতিক স্ট্যান্ডবাজির জন্য সফট ওপেনিং, প্রকল্পে রানওয়ে না থাকা ও বিমানকে গ্রাউন্ড হ্যাংন্ডলিং দায়িত্ব দেয়া নিয়ে প্রশ্ন উঠেছে। বিমান ও পর্যটন বিষয়ক সাংবাদিকদের সংগঠন এটিজেএফবির গোল টেবিল বৈঠকে এসব প্রশ্ন তোলেন অ্যাভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি মফিজুর রহমান। বিদেশি এয়ারলাইন্সগুলোও তুলে ধরেন বিমানবন্দরের সার্ভিস চার্জ, গ্রাউন্ড হ্যাংন্ডলিং চার্জ ও বিমানের সেবা নিয়ে অসন্তোষের কথা। যদিও বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলছেন, তৃতীয় টার্মিনাল নির্মাণে কোনো দুর্নীতি হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। এই টার্মিনাল চালু হতে আরো এক বছর লাগবে।
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেল বিমান
আগামী দুই বছরের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব এককভাবে দেয়া হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। আজ (সোমবার, ১১ নভেম্বর) এ তথ্য জানায় বিমান কর্তৃপক্ষ।
আগামী বছরের মাঝামাঝিতে খুলে দেয়া হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুঁইয়া বলেছেন, আগামী বছরের মাঝামাঝিতে খুলে দেয়া হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। তিনি বলেন, ‘আর দুই সপ্তাহের মধ্যেই প্রবাসীদের জন্য বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের কাজ শেষ হয়ে যাবে। যেখানে প্রবাসীরা স্বল্পমূল্যে খাবার খেতে পারবে।’