পরিষেবা
অর্থনীতি
0

সিলেট গ্যাসফিল্ডের নতুন কূপে গ্যাস স্তরের সন্ধান

সিলেট গ্যাসফিল্ড লিমিটের আওতাধীন ৭ নম্বর কূপে নতুন গ্যাস স্তরের সন্ধান মিলেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটিতে প্রায় ৯০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। যেখান থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব বলে দাবি কর্তৃপক্ষের।

আজ (মঙ্গলবার, ২২ অক্টোবর) বেলা ১টা থেকে সিলেট ৭ নম্বর কূপে প্রাথমিকভাবে গ্যাসপ্রাপ্তির পরীক্ষামূলক কার্যক্রম চালায় সিলেট গ্যাসফিল্ড লিমিটেড।

সিলেটের হরিপুরে ১৯৫৫ সালে দেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। এরপর ১৯৮৬ সালে এই গ্যাসক্ষেত্রেরই ৭ নম্বর কূপে পাওয়া যায় দেশের একমাত্র তেলক্ষেত্র। ১৯৯৪ সাল পর্যন্ত এই কূপ থেকে ৫ লাখ ৬০ হাজার ৮৬৯ ব্যারেল তেল উৎপাদনের পর সেটি বন্ধ হয়ে যায়। এরপর ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত গ্যাস উত্তোলন হলেও ২০১১ তে পুনরায় বন্ধ হয়ে যায়।

চলতি বছরের ১৭ই জুলাই ৭৩ কোটি টাকা ব্যয়ে ওয়ার্কওভারের মাধ্যমে মাত্র তিন মাসেই গ্যাস উত্তোলনের সব কাজ শেষ করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের চাপ সন্তোষজনক হওয়ায় আশা করা হচ্ছে এই কূপ থেকে প্রতিদিন প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব ।

কর্মকর্তারা বলছেন, এখানে যে পরিমাণ গ্যাস মজুদ আছে তাতে আগামী ১০ বছর নিয়মিত গ্যাস উত্তোলন করা সম্ভব। মাসখানেকের মধ্যেই এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা।