ট্রান্সফরমারে বানরের উৎপাতে শ্রীলঙ্কায় বিদ্যুৎ বিপর্যয়

বিদেশে এখন
0

জাতীয় গ্রিডের ট্রান্সফরমারে বানর ঢুকে ব্যাহত করছে শ্রীলঙ্কার বিদ্যুৎ উৎপাদন। এতে গত ১ দিনের বেশি সময় ধরে লোডশেডিংয়ের কবলে শ্রীলঙ্কার ২ কোটি ২০ লাখ মানুষ। বেশ কিছু জায়গায় বন্ধ রয়েছে চিকিৎসাসহ জরুরি সেবা।

২০২২ সালের পর আবারো ভয়াবহ লোডশেডিং দেখছে শ্রীলঙ্কার বাসিন্দারা। তবে এবার অর্থনৈতিক সংকটে নয়, বানরকাণ্ডে অন্ধকার নেমে এসেছে গোটা শ্রীলঙ্কায়।

শ্রীলঙ্কার কলম্বোয় জাতীয় গ্রিডের ট্রান্সফরমারের খাঁচার ভেতর হরহামেশাই ঢুকে পড়ছে বানর। এতে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের স্বাভাবিক কার্যক্রম। ফলে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন দিন কাটাতে হচ্ছে লঙ্কানদের।

স্থানীয় সময় রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল এগারটার দিকে লোডশেডিং শুরু হয় শ্রীলঙ্কায়। আর কতক্ষণ নাগাদ তা চলবে নির্দিষ্ট করে বলতে পারছে না দেশটির পাওয়ার হাউজের কর্মকর্তারা।

শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী কুমার জয়কোদি সাংবাদিকদের বলেন, 'বানরের উৎপাতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ভারসাম্যহীনতার মুখোমুখি। তাই এই সংকট কবে নাগাদ সুরাহা হবে বলা মুশকিল।'

বিদ্যুৎ না থাকায় হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জরুরি সেবা বন্ধ রয়েছে। জ্বালানি সরবরাহ করতে পারছে না পাওয়ার স্টেশনগুলো। এতে চরম ভোগান্তিতে দ্বীপরাষ্ট্রটির ২ কোটির বেশি মানুষ।

বানরের জন্য শ্রীলঙ্কাজুড়ে ব্লাকআউট, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বেশ হাসি-তামাশা করছেন নেটিজেনরা। অনেকে আবার এর জন্য লঙ্কা সরকারের ব্যর্থতাকে দায়ী করছেন।

ইএ