আর পরের দুবছরের জন্য বাংলাদেশ বিমসটেকের সভাপতির দায়িত্ব পালন করবে বলে এই সম্মেলনকেও আলাদা করে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
আজ (মঙ্গলবার, ২৫ মার্চ) দুপুরে, প্রধান উপদেষ্টার হাইলেভেল সফর দুটির বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিমসটেকে ভারতের সরকার প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কি না জানতে চাইলে পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশ বৈঠকের জন্য প্রস্তুত আছে। ভারত থেকে ইতিবাচক সাড়ার প্রত্যাশা করা হচ্ছে।