'প্রধান উপদেষ্টার চীন সফরে কয়েকটি সমঝোতা স্মারক সই হবে'

চুক্তি
অর্থনীতি
0

প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেয়া অন্যদের জন্য একটি বার্তা উল্লেখ করে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বলেছেন, সফরে বেশ কয়েকটি সমঝোতা সই হবে। যার মধ্যে অন্যতম মানবসম্পদ উন্নয়ন, অর্থনীতি ও কারিগরি সহযোগিতা, সংস্কৃতি ও ক্রীড়া, গণমাধ্যম, অর্থনৈতিক অঞ্চল ও স্বাস্থ্যখাত। এছাড়া স্থান পাবে রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তা প্রকল্পে ইস্যু।

আর পরের দুবছরের জন্য বাংলাদেশ বিমসটেকের সভাপতির দায়িত্ব পালন করবে বলে এই সম্মেলনকেও আলাদা করে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।

আজ (মঙ্গলবার, ২৫ মার্চ) দুপুরে, প্রধান উপদেষ্টার হাইলেভেল সফর দুটির বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিমসটেকে ভারতের সরকার প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কি না জানতে চাইলে পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশ বৈঠকের জন্য প্রস্তুত আছে। ভারত থেকে ইতিবাচক সাড়ার প্রত্যাশা করা হচ্ছে।

ইএ