গ্যাস সংকটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

0

একদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকলে শিল্পখাতে কয়েকশ' মিলিয়ন ডলার ক্ষতি হয় বলে দাবি ব্যবসায়ীদের।

শনিবার (২০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফ আহমেদ বলেছেন, জ্বালানি চাহিদা মেটানো সরকারের দায়িত্ব। যৌক্তিকভাবে বাড়লে বেশি দামে জ্বালানি কিনতে প্রস্তুত ব্যবসায়ীরা।

তিনি আরও বলেন, ‘গ্যাস ছাড়া আমাদের একদিনও চলে না। গ্যাস সরবরাহ বন্ধ থাকা মানে আমাদের একদিনে কয়েকশ' মিলিয়ন ডলার ক্ষতি। এই ক্ষতি আমাদের জন্য অসহনীয়। বছরে হয়তো এক-দুইদিন আমরা এই ভার নিতে পারি। কিন্তু এটি যখন নিয়মিত চলতে থাকে তখন আর নেয়া সম্ভব না।’