আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইলিশ মাছ রপ্তানির ক্ষেত্রে সরকার কিছু শর্ত আরোপ করেছে। এসব শর্তাবলীর মধ্যে রয়েছে-রপ্তানি নীতি ২০২৪-২৭, এর বিধি-বিধান অনুসরণ করতে হবে। এই অনুমতির মেয়াদ ১৬ সেপ্টেম্বর হতে ৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
বলা হয়, শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে। পরবর্তী আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী অনুমোদিত পরিমাণ হতে প্রকৃত রপ্তানির পরিমাণ সংক্রান্ত সব তথ্য প্রমাণ দাখিল করতে হবে।
অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রপ্তানি করা যাবে না উল্লেখ করে বলা হয়, প্রতিটি পণ্যচালান রপ্তানিকালে শুল্ক কর্তৃপক্ষ অটোমেটেড সিস্টেম ফর কাস্টমস ডেটা (এসাইকোডা) ওয়ার্ল্ড সিস্টেম পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রপ্তানি না করার বিষয়টি নিশ্চিত হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রপ্তানিকারক কোনোক্রমেই নিজে রপ্তানি না করে সাব কন্ট্রাক্ট দিতে পারবেন না। সরকার প্রয়োজনে যেকোনো সময় রপ্তানি অনুমতি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।





