আমদানি শুল্ক প্রত্যাহারের দাবিতে ফল ব্যবসায়ীদের মানববন্ধন

এখন জনপদে , আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

আমদানি শুল্ক প্রত্যাহারের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন ফল ব্যবসায়ীরা। শুল্ক প্রত্যাহার না হলে ৪ ফেব্রুয়ারি থেকে বন্দরে খালাসের বন্ধের হুমকি দিয়েছেন তারা।

আজ (বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি) সকালে রাজধানীর বাদামতলী পাইকারি ফলের আড়তে মানববন্ধন শুরু হয়। এতে ক্ষুদ্র ও পাইকারি ব্যবসায়ীরা অংশ নেন। একই দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেন করে ফল ব্যবসায়ীরা। এসময় রমজানের আগে ফল আমদানিতে শুল্ক বাড়িয়ে দেয়ার প্রতিবাদ জানান তারা।

এছাড়া, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে ফল আমদানিতে বর্ধিত শুল্ক আরোপের প্রতিবাদ জানানো হয়। ব্যবসায়ীদের দাবি, দেশের মোট চাহিদার প্রায় ৭০ ভাগ ফল আমদানিনির্ভর।

অতিরিক্ত শুল্ক আরোপের কারণে ফল আমদানি কমে গেছে। এতে দেশীয় বাজারে বেড়েছে ফলের দাম। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীসহ সাধারণ ভোক্তারা।

এএম