আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

দেশে চালের কোনো ঘাটতি নেই: বাণিজ্য উপদেষ্টা

রমজান ঘিরে সামগ্রিক প্রস্তুতি রয়েছে সরকারের। দেশে চালের কোনো ঘাটতি নেই। চাল আমদানিতে ৬৩ শতাংশ আমদানি শুল্ক ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে। আর মিয়ানমার, ভারত ও পাকিস্তান থেকে চাল আমদানি হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ (বৃহস্পতিবার, ৯ জানুয়ারি) সকালে সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ওমের বোলাট এর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশে সামরিক প্রযুক্তিতে তুরস্ক বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশে অস্ত্র রপ্তানি করতে চায় তারা। তুরস্কে পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দিতে তাদেরকে অনুরোধ করা হয়েছে। তারা আলোচনা করে জানাবেন।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ তুরস্কে ৫০০ মিলিয়ন রপ্তানি করে, আর সেখান থেকে ৪৫০ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। তুরস্কে রপ্তানি ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে ইতোমধ্যে ৩০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে তুরস্কের।’

দেশের বিভিন্ন খাতে তুরস্ক বিনিয়োগে আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানি, বিভিন্ন কারখানার মেশিনারিজ, সামরিক প্রযুক্তি ও অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক।’

এএম