গার্মেন্টস কাঁচামাল-ভোগ্যপণ্য নিয়ে চট্টগ্রামে ভিড়ছে পাকিস্তান থেকে আসা জাহাজ

0

চট্টগ্রাম বন্দরে আবারও ভিড়ছে পাকিস্তান থেকে আসা জাহাজ। আজ (শুক্রবার, ২০ ডিসেম্বর) বিকেলে 'এমভি ইউয়ান জিয়াং ফা ঝাং' জাহাজটি গেলবারের তুলনায় দ্বিগুণের বেশি ৮২৫টি কনটেইনার নিয়ে বন্দরের জেটিতে ভেড়ার কথা। মূলত পোশাকশিল্পের কাঁচামাল, ভোগ্যপণ্য, চুনাপাথর, রাসায়নিক ও খনিজ পদার্থ নিয়ে আসছে কনটেইনার জাহাজটি। পাকিস্তান থেকে সরাসরি জাহাজ আসায় পরিবহন খরচ সাশ্রয় হওয়ায়, পণ্যের দামে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ।

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কনটেইনার জাহাজে পণ্য পরিবহনের সেবা চালু হয়। প্রথমবার ৩৭০ একক কনটেইনার আসে জাহাজটিতে। এরমধ্যে পাকিস্তান থেকে আনা হয় ২৯৭ একক কনটেইনার। বাকিগুলো আসে আমিরাত থেকে। এবার আসছে ৮২৫টি একক কনটেইনার। এর মধ্যে পাকিস্তান থেকে আসছে ৬৭৫টি, বাকিগুলো দুবাই থেকে। এসব পণ্যের মধ্যে রয়েছে সোডা অ্যাশ, চিনি, আলু, খেজুর, পোশাক শিল্পের কাঁচামাল, চুনাপাথর, লুব্রিকেন্ট।

আগে তৃতীয় দেশের বন্দর ঘুরে আসায় পণ্য আনার সময় ও ব্যয় দুটোই বেশি হতো। এখন সরাসরি জাহাজ আসায় ব্যয় সাশ্রয় হবে। কমবে পণ্যের দামও। পণ্যের চাহিদা বাড়লে আগামীতে জাহাজের সংখ্যা বাড়বে বলে মনে করে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘সরাসরি পণ্য আসায় আমাদের আমদানিকারকরা দ্রুত পণ্য হাতে পাচ্ছে। এতে সময় ও জাহাজ ভাড়া কমে যাচ্ছে। সব মিলিয়ে এইটা ভালো এতে পণ্যের দামের উপর প্রভাব পড়বে।’

প্রথমবার পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি জাহাজ আসার খবরে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও বেশ ফলাও করে খবর প্রচার হয়।

এমনকি পাকিস্তান থেকে জাহাজে অস্ত্র আনা হয়েছে বলেও গুজব ছড়ানো হয় স্যোশাল মিডিয়ায়। যদিও কাস্টম কর্তৃপক্ষ নিশ্চিত করেই জানিয়েছে, যে দেশ থেকেই আসুক পণ্য স্ক্যানিং ও বিভিন্ন প্রক্রিয়া শেষে পণ্য খালাসের অনুমতি পায়। এছাড়া স্বরাষ্ট্রে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া অস্ত্র আনার সুযোগ নেই বলেও জানায় কর্তৃপক্ষ।

চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার সাইদুর ইসলাম বলেন, ‘শুধু পাকিস্তানের জাহাজ না সবগুলো জাহাজ স্ক্যান করা হয় এরপর খালাসের অনুমতি পায়।’

কনটেইনার নামিয়ে ফিরতি পথে চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ২শ একক কনটেইনার নিয়ে জাহাজটি ইন্দোনেশিয়ার বেলাওয়ান, মালয়েশিয়ার পোর্টকেলাং ও ভারতের মুন্দ্রা বন্দর হয়ে আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছাবে। জাহাজটি ৩৮ থেকে ৪২ দিন অন্তর একবার আরব আমিরাত থেকে পাকিস্তানের করাচি হয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে।

ইএ

শিরোনাম
গণতন্ত্রের মসৃণ রূপান্তরের লক্ষ্যে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ: জাপানের নিক্কেই সম্মেলনে প্রধান উপদেষ্টা; এশিয়ার পারস্পরিক নির্ভরতাকে সহযোগিতায় রূপান্তরের আহ্বান
বাংলাদেশ থেকে ১ লাখ ২০ হাজার শ্রমিক জাপানে পাঠানোর সমঝোতা স্মারক সই
জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে প্রয়োজনীয় সব কিছু করবে অন্তর্বর্তী সরকার: টোকিওতে এক সেমিনারে প্রধান উপদেষ্টা
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক, তাকে শততম জন্মদিনের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার
জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, মাতারবাড়ী প্রকল্পে সহায়তা বাড়ানোর আহ্বান
২ জুন বিকেলে সরকারি-বেসরকারি টেলিভিশনে একযোগে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা
অন্তর্বর্তী সরকার ১০ মাসেও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা না করায় দেশ অনিশ্চয়তার দিকে, প্রস্তাবিত সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে: তারেক রহমান; উপদেষ্টাদের সঙ্গে জনগণের সরাসরি কোন সম্পর্ক নেই
গভীর নিম্নচাপটি বর্তমানে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, ক্রমান্বয়ে দুর্বল হওয়ার আভাস আবহাওয়া অফিসের; সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত; ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় অতি ভারি বৃষ্টির শঙ্কা
বৈরী আবহাওয়ায় ভারতের আসাম, মিজোরাম ও ত্রিপুরার কিছু অঞ্চলে রেড অ্যালার্ট, কলকাতাসহ পশ্চিমবঙ্গের ১২ জেলায় কমলা সতর্কতা
এক বছরের জন্য সৌদি আরব, ওমান, কুয়েত ও বাহরাইনের পাসপোর্টধারীদের ভিসা ছাড়া ভ্রমণ সুবিধা ঘোষণা চীনের, কার্যকর ৯ জুন
বিসিবি সভাপতি ফারুক আহমেদের পরিচালক পদের মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ, এর ফলে বিসিবি'র সভাপতি পদ শূন্য হলো
বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন প্রকাশ; ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে ব্যর্থতাসহ সব অব্যবস্থাপনার জন্য বিসিবি সভাপতি ফারুক আহমেদের একক ক্ষমতাপ্রয়োগের মানসিকতাকে দায়ী করলো কমিটি
গণতন্ত্রের মসৃণ রূপান্তরের লক্ষ্যে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ: জাপানের নিক্কেই সম্মেলনে প্রধান উপদেষ্টা; এশিয়ার পারস্পরিক নির্ভরতাকে সহযোগিতায় রূপান্তরের আহ্বান
বাংলাদেশ থেকে ১ লাখ ২০ হাজার শ্রমিক জাপানে পাঠানোর সমঝোতা স্মারক সই
জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে প্রয়োজনীয় সব কিছু করবে অন্তর্বর্তী সরকার: টোকিওতে এক সেমিনারে প্রধান উপদেষ্টা
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক, তাকে শততম জন্মদিনের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার
জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, মাতারবাড়ী প্রকল্পে সহায়তা বাড়ানোর আহ্বান
২ জুন বিকেলে সরকারি-বেসরকারি টেলিভিশনে একযোগে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা
অন্তর্বর্তী সরকার ১০ মাসেও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা না করায় দেশ অনিশ্চয়তার দিকে, প্রস্তাবিত সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে: তারেক রহমান; উপদেষ্টাদের সঙ্গে জনগণের সরাসরি কোন সম্পর্ক নেই
গভীর নিম্নচাপটি বর্তমানে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, ক্রমান্বয়ে দুর্বল হওয়ার আভাস আবহাওয়া অফিসের; সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত; ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় অতি ভারি বৃষ্টির শঙ্কা
বৈরী আবহাওয়ায় ভারতের আসাম, মিজোরাম ও ত্রিপুরার কিছু অঞ্চলে রেড অ্যালার্ট, কলকাতাসহ পশ্চিমবঙ্গের ১২ জেলায় কমলা সতর্কতা
এক বছরের জন্য সৌদি আরব, ওমান, কুয়েত ও বাহরাইনের পাসপোর্টধারীদের ভিসা ছাড়া ভ্রমণ সুবিধা ঘোষণা চীনের, কার্যকর ৯ জুন
বিসিবি সভাপতি ফারুক আহমেদের পরিচালক পদের মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ, এর ফলে বিসিবি'র সভাপতি পদ শূন্য হলো
বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন প্রকাশ; ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে ব্যর্থতাসহ সব অব্যবস্থাপনার জন্য বিসিবি সভাপতি ফারুক আহমেদের একক ক্ষমতাপ্রয়োগের মানসিকতাকে দায়ী করলো কমিটি