বর্ষার আগেই ভারী বর্ষণ ও ঢলের কবলে পাকিস্তান

ভারী বর্ষণ ও ঢলে তলিয়ে গেছে পাকিস্তানের বিভিন্ন অংশ ও জনপদ
ভারী বর্ষণ ও ঢলে তলিয়ে গেছে পাকিস্তানের বিভিন্ন অংশ ও জনপদ | ছবি: সংগৃহীত
0

বর্ষা শুরুর আগেই আবারো ভারী বর্ষণ, বজ্রপাত, ধূলিঝড়, শিলাবৃষ্টি আর ঢলের কবলে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল। মঙ্গলবার ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণ গেছে কমপক্ষে ছয়জনের, আহত ৮০ জনের বেশি মানুষ।

পাঞ্জাব, খাইবার পখতুনখোয়া, আজাদ কাশ্মীরসহ বিভিন্ন অঞ্চলে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। মুষলধারে বৃষ্টিতে বাড়িঘর ও স্থাপনার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশের মধ্য ও উত্তরাঞ্চলের পরিবেশ অত্যন্ত আর্দ্র। তার ওপর বুধবার উত্তরাঞ্চলে আরেক দফা আঘাত হানতে পারে ঝড় ও শিলাবৃষ্টি। শনিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে রাজধানী ইসলামাবাদসহ দেশের বড় অংশে।

এএইচ