আমদানি-রপ্তানি
অর্থনীতি
টানা ৬ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর ভারতের সাথে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে বন্দরের সব ধরনের কার্যক্রম।

আজ (সোমবার, ১৫ এপ্রিল) বেলা ১১টায় আমদানি-রপ্তানি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি জানান, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে ৬ দিন বন্ধের পর আজ থেকে এই বন্দর দিয়ে ভারতের সাথে বাংলাদেশের আমদানি-রপ্তানি শুরু হয়েছে। চালু হয়েছে বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম। ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। তা আনলোড হয়ে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, 'ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, আজও স্বাভাবিক আছে।'

এমএসআরএস