আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

ভারত থেকে আমদানি পেঁয়াজের খালাস চলছে

সিরাজগঞ্জ

সরকারি পর্যায়ে ভারত থেকে আমদানি করা এক হাজার ৬শ' ৫০ মেট্রিক টন পেঁয়াজ আজ সোমবার (১ এপ্রিল) ভোরে দর্শনা হয়ে সিরাজগঞ্জ রেল ইয়ার্ডে পৌঁছেছে। বর্তমানে পেঁয়াজের খালাস কাজ চলছে।

সকাল ৯টার দিকে পেঁয়াজের খালাস কার্যক্রম শুরু হয়। এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর প্রতি ট্রাকে ১০ মেট্রিক টন করে পেঁয়াজ ডিলারদের দেয়া হচ্ছে।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) অতিরিক্ত পরিচালক গোলাম খোরশেদ জানান, আজ ঢাকার ১০০ জন ডিলারের মাঝে এক হাজার মেট্রিক টন পেঁয়াজ সরবরাহ করা হবে। বাকি ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ গাজীপুর ও চট্টগ্রামের ডিলারদের দেওয়া হবে।

এই সম্পর্কিত অন্যান্য খবর