বাজেট ২০২৪-২৫ , বাজেট প্রতিক্রিয়া
অর্থনীতি
0

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে বাজেট: সালমান এফ রহমান

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন বাজেট সহায়ক হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আজ (বৃহস্পতিবার, ৬ জুন) বাজেট প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘বাজেট ভালো হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে এ বাজেট। কিছু কিছু বিষয় নিয়ে ভাবতে হবে।’

তিনি বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে করে, তাদের প্রতিক্রিয়া শুনে বাকিটা বিবেচনা করবো।’

বৃহস্পতিবার বিকেল ৩টায় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। স্পিকারের অনুমতি নিয়ে তিনি সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবনা তুলে ধরেন।

এর আগে এদিন দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় সংসদ সচিবালয়ে বাজেট সংক্রান্ত মন্ত্রিসভায় বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে প্রস্তাবিত বাজেট সংসদে উত্থাপনের অনুমোদন দেয় মন্ত্রিসভা।

এসএস