মুদ্রাবাজার
অর্থনীতি
0

সুদহার কমলেও ঊর্ধ্বমুখী ডলারের হার, ইউরোর পতন

সম্প্রতি ‍মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। প্রকাশিত তথ্যে মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে বেশি আসলেও বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মার্কিন ডলারের বিনিময় হার বেড়েছে। মার্কিন শ্রম অধিদপ্তরের প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের নভেম্বরে উৎপাদক মূল্য দশমিক ৪ শতাংশ বেড়েছে, যা দশমিক ২ শতাংশ পূর্বাভাসের চেয়ে বেশি। ইউরো, পাউন্ড, ইয়েন, কানাডিয়ান ডলার, সুইডিশ ক্রোনা এবং সুইস ফ্রাঙ্ক এই ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের দর দশমিক ৩৭৫ শতাংশ বেড়ে ১০৬ ডলার ৯৫ সেন্টে দাঁড়িয়েছে।

সিএমই ফেডওয়াচ টুল বলছে, বাজার সংশ্লিষ্টদের প্রত্যাশা আগামী সপ্তাহের বৈঠকে মার্কিন ফেডারেল রিজার্ভ প্রায় দশমিক ২৫ বেসিস পয়েন্ট কমানোর মাধ্যমে সুদহার কমাতে পারে।

এদিকে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) চলতি বছর চতুর্থবারের মতো সুদহার দশমিক ২৫ শতাংশ কমানোর পর ডলারের বিপরীতে ইউরোর দর দশমিক ২ শতাংশ কমেছে।

এছাড়া সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) প্রত্যাশার চেয়ে দশমিক ৫ শতাংশ বেশি সুদহার কমানোর পর সুইস ফ্রাঙ্ক বিনিময় হার বেড়েছে।

ডলারের বিপরীতে মুদ্রাটির দর দশমিক ৭৮ শতাংশ বেড়ে দশমিক ৮৯১৩৫ ফ্রাঙ্কে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা আশা করছেন, আগামী মাসগুলোতে ইউরোর বিপরীতে ফ্রাঙ্কের দর আরো শক্তিশালী থাকবে।

এদিকে ইয়েনের বিপরীতে ডলারের অবস্থান স্থিতিশীল রয়েছে। গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ১৫২ দশমিক ৮৪৫ এ পৌঁছানোর পর ডলারের বিপরীতে ইয়েনের দাম কিছুটা বেড়ে ১৫২ দশমিক ৫২৫ ইয়েনে স্থির হয়েছে।

রয়টার্সের মতে, ব্যাংক অব জাপান (বিওজে) আপাতত সুদহার স্থিতিশীল রাখবে। তবে জানুয়ারিতে তা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিওজে বৈশ্বিক ঝুঁকি ও আগামী বছরের মজুরির প্রবণতা মূল্যায়ন করতে আরো কিছুটা সময় নেবে বলেও জানা গেছে।

অন্যদিকে অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় হার দশমিক ০৬ শতাংশ কমে দশমিক ৬৩৬৫ ডলারে দাঁড়িয়েছে, যা এক বছরের সর্বনিম্নের কাছাকাছিতে অবস্থান করছে। আর নিউজিল্যান্ডের ডলার দশমিক ২৫ শতাংশ কমে দশমিক ৫৭৭ ডলারে দাঁড়িয়েছে, যা ২০২২ সালের নভেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

চীনের ইউয়ান প্রতি ডলারের বিনিময়ে ৭ দশমিক ২৭৭২ ইউয়ানে লেনদেন হচ্ছে। স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে বৃহস্পতিবার চীন তার বাজেট ঘাটতি বাড়ানো, আরো ঋণ ইস্যু করা এবং মুদ্রানীতি শিথিল করার পরিকল্পণা ঘোষণা করেছে।—ফ্রি মালয়েশিয়া টুডে

এএম