মার্কিন-ফেডারেল-রিজার্ভ

সুদহার কমলেও ঊর্ধ্বমুখী ডলারের হার, ইউরোর পতন

সম্প্রতি ‍মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। প্রকাশিত তথ্যে মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে বেশি আসলেও বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মার্কিন ডলারের বিনিময় হার বেড়েছে। মার্কিন শ্রম অধিদপ্তরের প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের নভেম্বরে উৎপাদক মূল্য দশমিক ৪ শতাংশ বেড়েছে, যা দশমিক ২ শতাংশ পূর্বাভাসের চেয়ে বেশি। ইউরো, পাউন্ড, ইয়েন, কানাডিয়ান ডলার, সুইডিশ ক্রোনা এবং সুইস ফ্রাঙ্ক এই ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের দর দশমিক ৩৭৫ শতাংশ বেড়ে ১০৬ ডলার ৯৫ সেন্টে দাঁড়িয়েছে।