মুদ্রাবাজার
অর্থনীতি
0

মার্চের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮১ কোটি ৫১ লাখ ডলার

প্রতি বছরের মতো এবারও রমজানের শুরু থেকেই অধিক পরিমাণে রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসী। মার্চের প্রথম ২৯ দিনে বৈধ বা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ১৮১ কোটি ৫১ লাখ ডলার।

আজ (রোববার, ৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৪ মার্চ কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, ব্যাংকিং চ্যানেলে মার্চের প্রথম ২২ দিনে ১৪১ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। যা গত কয়েক মাসের প্রথম ২২ দিনের তুলনায় বেশি। এর মধ্যে ১৬ থেকে ২২ মার্চ ৪০ কোটি ৭ লাখ, ৯ থেকে ১৫ মার্চ পর্যন্ত ৫০ কোটি ৬০ লাখ ৭০ হাজার এবং ১ থেকে ৮ মার্চ পর্যন্ত আসে ৫১ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার।

গত ফেব্রুয়ারিতে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা প্রায় ২ দশমিক ১৭ বিলিয়ন বা ২১৭ কোটি ডলার দেশে পাঠায়। মাস হিসেবে ফেব্রুয়ারিতে এর আগে কখনও ২ বিলিয়ন ডলার ছাড়ায়নি রেমিট্যান্স। মূলত ফেব্রুয়ারিতে দিন সংখ্যা কম হওয়ায় রেমিট্যান্স কম থাকে।

তথ্য অনুযায়ী, গতবছরের ফেব্রুয়ারিতে প্রবাসীরা ১৫৬ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন। এর আগে একক ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২১ সালে ১৭৮ কোটি ডলার। ২০২২ সালের ফেব্রুয়ারিতে এসেছিল ১৪৯ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ২১০ কোটি ডলার। সব মিলিয়ে অর্থবছরের প্রথম ৮ মাসে প্রবাসীরা এক হাজার ৫০৬ কোটি ডলার পাঠিয়েছেন।

গত অর্থবছরের একইসময়ে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৪০১ কোটি ডলার। সে হিসেবে প্রথম ৮ মাসে রেমিট্যান্স বেড়েছে ১০৫ কোটি ডলার বা ৭ দশমিক ৫১ শতাংশ।

দেশের ইতিহাসে ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল। ওই অর্থবছরে প্রবাসীরা ২ হাজার ৪৭৮ কোটি ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠান। গত ২০২২-২৩ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ১৬১ কোটি ডলার।

এসএস