সরকারের বাজেট খরচ ১৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৭ মার্চ) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থনীতিবিদ এ.কে. নাজিরউদ্দীন আহমেদ স্মৃতিচারণে এ আলোচনার আয়োজন করা হয়।
আব্দুর রউফ তালুকদার বলেন, ‘৬ মাসে টাকার ২ শতাংশ ডিভ্যাল্যু হয়েছে ও আর্থিক বাজারে স্ট্যাবিলিটি এসেছে। মুদ্রানীতি ও বাজেট পলিসি এখন একসাথে কাজ করছে। সরকারি খরচ কমানো হচ্ছে।’
সেমিনারে সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ বলেন, ‘একাধিক বিনিময় হারের প্রয়োজন নেই। এক হারে রেমিট্যান্স বাড়বে। প্রণোদনা বাড়ার কথা থাকলেও সেটি বাড়েনি। একক বিনিময় হারে ইনসেন্টিভ থাকবে। ৩-৪ টাকার পার্থক্য থাকবে না। টাকা ছাপানো সমাধান নয়, এটি সংকটের, সোয়াপ ভুল পদ্ধতি।





