'আগামী বাজেটে মোবাইল অপারেটর ও সিগারেট কোম্পানির কর বাড়বে না'

পরিষেবা
অর্থনীতি
0

আগামী বাজেটে মোবাইল অপারেটর এবং সিগারেট কোম্পানির কর বাড়বে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। আজ (বুধবার, ১৯ মার্চ) প্রাক বাজেট আলোচনায় এ কথা জানান তিনি। এ সময় বন্দরে কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরেন ওষুধ খাতের উদ্যোক্তারা। এদিকে ভ্যাট আদায়ে ভোক্তার আগ্রহ বাড়াতে আবারও পুরস্কার চালু করতে যাচ্ছে এনবিআর।

ফুসফুস ক্যান্সারসহ নানা রোগে মৃত্যুঝুঁকি থাকা সত্ত্বেও দিন দিন বেড়েই চলেছে সিগারেট বিক্রি। প্রতিবছরই ক্ষতিকর এই পণ্যের ব্যবসায় কর ছাড়সহ নানা সুবিধা নিতে দাবি জানায় কোম্পানিগুলো।

কর বাড়ালে বাজারে অবৈধ বিড়ি-সিগারেট সরবরাহ বাড়ে। তাই ধীরে ধীরে বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার প্রাক বাজেট আলোচনায় এ দাবি জানায় তারা।

এসময় নকল বিড়ি সরবরাহ বন্ধ না করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন এনবিআর চেয়ারম্যান।

এদিকে করপোরেট কর ৪৫ শতাংশ কমিয়ে থেকে সাড়ে ২৭ শতাংশ করার দাবি জানিয়েছে মোবাইল অপারেটররা। একইসাথে মোবাইল সিমের উপর থাকা ৩০০ টাকা কর কমানোর দাবিও তাদের।

একজন ব্যবসায়ী বলেন, 'আসলে এই করপোরেট ট্যাক্সটা যদি আপন আমাদের জন্য বিবেচনা করে দেখেন আমাদের জন্য অনেক ভালো হয়।'

কাস্টমস কর্মকর্তাদের হয়রানি দিন দিন বাড়ছে অভিযোগ করে তা বন্ধের দাবি করেন ওষুধ শিল্প মালিকরা। জবাবে এনবিআর চেয়ারম্যান জানান, প্রমাণ পেলে নেয়া হবে ব্যবস্থা।

মো. আবদুর রহমান খান বলেন, 'ভুলটা অন্যকেউ করছে কিন্তু খেসারত তারা দিচ্ছেন। যতদ্রুত সম্ভব করার চেষ্টা করা হবে। একসঙ্গে তো করা যাবে না। তবে আপনারা মেসেজ পাবেন যে আমরা সফটলি হ্যান্ডেল করছি।'

কেনাকাটার পর ভ্যাটের রশিদ সংগ্রহ করার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান।

এসএস