ব্যাংকপাড়া
অর্থনীতি
0

পর্ষদ ভেঙে দিয়ে আইএফআইসি ব্যাংকের নতুন পর্ষদ গঠন

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (আইএফআইসি ব্যাংক) পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ (বুধবার, ৪ সেপ্টেম্বর) ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর এক চিঠিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

চিঠিতে বলা হয়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ধারা ৪৭ এর উপধারা (১) এবং ধারা ৪৮ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ বাতিল করা হয়েছে।

একই সাথে ব্যাংকটির নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে আইএফআইসি ব্যাংকের কর্তৃত্ব হারালেন সালমান এফ রহমান। নতুন পর্ষদে ন্যাশনাল ব্যাংকের সাবেক এমডি মেহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের বোর্ড গঠন করা হয়েছে।

এছাড়া নতুন পর্ষদে আরো আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবতাদুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সাজ্জাদ জহির, এফসিএর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কাজী মো. মাহবুব কাশেম।

পরিচালনা পর্ষদে সরকার কর্তৃক মনোনীত হয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা ও যুগ্মসচিব মুহাম্মদ মনজুরুল হক।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর