ব্যাংকপাড়া
অর্থনীতি
0

মোট রিজার্ভ ২৭.১৫, বিপিএম-৬ অনুযায়ী ছাড়ালাে ২২ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তি বুঝে পাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ এখন ২৭.১৫ বিলিয়ন ডলার। গতকাল (বৃহস্পতিবার, ২৭ জুন) সন্ধ্যা পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভে এই পরিমাণ অর্থ আছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। আর বিপিএম-৬ এও ২২ বিলিয়ন ছাড়ালাে দেশের রিজার্ভ।

গতকাল কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হয় আইএমএফের তৃতীয় কিস্তির ১.১৫ বিলিয়ন বা ১১৫ কোটি ডলার। এছাড়া অন্যান্য উৎস যেমন কোরিয়া, আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (আইবিআরডি), ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) থেকে বাংলাদেশ ব্যাংকে যোগ হয়েছে ৯০০ মিলিয়ন ডলার। সব মিলিয়ে গতকাল পর্যন্ত মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৭.১৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী, ২৭ জুন বৈদেশিক মুদ্রার রিজার্ভ হয়েছে ২২ বিলিয়ন ডলার।

প্রসঙ্গত, গত সোমবার (২৪ জুন) বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণচুক্তির আওতায় তৃতীয় কিস্তির অর্থছাড়ের অনুমোদন দেয় আইএমএফ। ওইদিন ওয়াশিংটনের সদর দপ্তরে সংস্থাটির নির্বাহী পরিষদের বৈঠকে এই কিস্তির অনুমোদন দেয়া হয়।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানিয়েছেন, বৃহস্পতিবার আইএমএফের ঋণের কিস্তির অর্থ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যোগ হয়েছে। এতে করে রিজার্ভের পরিমাণও বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের আগস্টে রিজার্ভ দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছিল। বিদেশ থেকে ঋণ নেয়াসহ বিভিন্ন উপায়ে ওই সময় রিজার্ভ বাড়ানো হয়। এরপর সংকটের কারণে ২৯ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এর ফলে ধারাবাহিকভাবে রিজার্ভ কমে গত নভেম্বর শেষে ১৯.৩০ বিলিয়ন ডলারে দাঁড়ায়। এরপর আবারও বেড়ে ডিসেম্বরে ২১.৮৬ বিলিয়ন ডলার হয়েছিল। তবে চলতি বছরের জানুয়ারি শেষে আবার কমে ১৯.৯৬ বিলিয়ন ডলারে নেমে যায়। মার্চের শেষ তিন সপ্তাহ ধরে রিজার্ভের নিম্নগতি দেখা যায়।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর
পুঁজিবাজারের বিশেষ তহবিলের মেয়াদ বাড়াতে গভর্নরের সঙ্গে বিএসইসি চেয়ারম্যানের বৈঠক

আইএমএফের তৃতীয় কিস্তির ২৯০ কোটি ডলার ছাড় পেল শ্রীলঙ্কা

আইএমএফের শর্ত মেনে বিদ্যুৎ-জ্বালানির দামে ভোক্তার চাপ বাড়লেও মুনাফায় বিপিসি

সিপিডির আলোচনায় বিশেষজ্ঞরা

কোটি টাকা আত্মসাৎ: তিন বছর পরও গ্রাহক ফেরত পায়নি টাকা

এস আলমের ঋণ আত্মসাৎ: কেন্দ্রীয় ব্যাংকের ৪৭ কর্মকর্তাকে তলব

খেলাপি ঋণের সব তথ্য সামনে আনলে ভয়াবহ তথ্য মিলবে!
খেলাপি ঋণের সব তথ্য সামনে আনলে ভয়াবহ তথ্য মিলবে!

নানা প্রতিকূলতা সত্ত্বেও অক্টোবরে প্রায় ২১ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে: ড. ইউনূস

আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে: দেবপ্রিয় ভট্টাচার্য

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বেড়েছে ২ লাখ কোটি ডলার

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানসহ তিন কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দ

পাচারের অর্থ ফেরাতে ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা হয়েছে: ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান

অনলাইনে আয়কর পরিশোধে চার্জ নির্ধারণ করে দিলো বাংলাদেশ ব্যাংক