স্থানীয় সময় রোববার (৯ মার্চ) লিবারেল পার্টির সদস্যদের ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন মার্ক কার্নি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন মাত্র ১১ হাজার ১৩৪ ভোট।
প্রধানমন্ত্রীর পদ থেকে জাস্টিন ট্রুডো আনুষ্ঠানিক পদত্যাগের পর নতুন সরকার গঠনের আহ্বান জানানো হবে।
এরপর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মার্ক কার্নি। তার এই জয়ে অভিনন্দন জানিয়েছেন নিউ ডেমোক্র্যাট পার্টির নেতা জাগমিত সিং।
আগামী অক্টোবরের মধ্যে কানাডায় জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। টানা ৯ বছর ক্ষমতায় থাকার পর গেল জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান জাস্টিন ট্রুডো।