নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হলেন এন্যা ব্রিম্যান

ড. এন্যা ব্রিম্যান
ড. এন্যা ব্রিম্যান | ছবি: সংগৃহীত
0

প্রথমবারের মতো ড. এন্যা ব্রিম্যান নামে একজন নারীকে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে। স্থানীয় সময় আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের অর্থমন্ত্রী নিকোলা উইলিস তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

এসময় আয়োজিত সংবাদ সম্মেলনে উইলিস জানান, ব্যাংকিং খাতে পর্যাপ্ত সাংগঠনিক ও প্রযুক্তিগত দক্ষতা রয়েছে এন্যা ব্রিম্যানের।

একারণে সম্ভাব্য ৩০০ প্রার্থীর মধ্য থেকে তাকে বেছে নিয়েছে রিজার্ভ ব্যাক অব নিউজিল্যান্ড কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

৪৯ বছর বয়সী ব্রিম্যান একজন সুইডিশ নাগরিক। বর্তমানে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক রিকসব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব পালন করছেন তিনি।

আগামী ডিসেম্বরে রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ডের গভর্নর হিসেবে দায়িত্ব নেবেন এ্যানা ব্রিমান।

সেজু