ময়মনসিংহের হাটে পানিতে ভাসছে শতশত চামড়া, উদ্ধারে মৌসুমী ফড়িয়ারা

ময়মনসিংহের হাটে পানিতে ভাসছে শতশত চামড়া
ময়মনসিংহের হাটে পানিতে ভাসছে শতশত চামড়া | ছবি: এখন টিভি
0

ঈদের পর ময়মনসিংহের শম্ভুগঞ্জে বসেছে জেলার সবচেয়ে বড় চামড়ার হাট। আজ (শনিবার, ১৪ জুন) সকালে মুষলধারে এক ঘণ্টার বৃষ্টিতেই হাটের শতশত চামড়া এখন পানিতে ভাসছে। সেই সব চামড়া উদ্ধারে কাজ করছে মৌসুমী ফড়িয়ারা। ভেজা চামড়া আবার লবণজাত করে বিক্রি করতে হবে, ফলে খরচ বারবে দ্বিগুণ। হাটের এমন দুর্ভোগ আর দাম নিয়ে তাই বিভিন্ন অভিযোগ মৌসুমী ফড়িয়াদের।

এদিকে ময়মনসিংহ বিভাগসহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকে গতকাল শুক্রবার রাত থেকেই চামড়া নিয়ে এসে বসে আছে ফড়িয়ারা। বৃষ্টি আসায় দাম নিয়ে নানান টানবাহানা ট্যানারি মালিকদের। সরকার নির্ধারিত দাম তো দূরের কথা ৬০০ থেকে ৭০০ টাকার উপর দাম করছেন না বলে অভিযোগ ব্যবসায়ীদের। 

তবে এ বিষয়ে জানতে চাইলে কোন কথা বলতে রাজি হননি ট্যানারি মালিকরা। এদিকে সংশ্লিষ্ট ইজারাদার সিটি করপোরেশনকে হাটের উন্নয়নের দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান।

হাটের ইজারাদার মো. আবু জাফর সুমন জানান, সিটি করপোরেশনকে লাখ লাখ টাকা ইজারা দিলেও আজও হাটের উন্নয়ন হয়নি। অনেক চামড়া হাটে আজ পানিতে পড়ে আছে, একটা ভালো শেড ঘর থাকলেও কিছুটা রক্ষা পেত চামড়াগুলো। দূর-দূরান্ত থেকে ট্যানারি মালিকরা এসেও ব্যবসার কোনো পরিবেশ পায় না, দামেও প্রভাব পড়ে। চামড়া শিল্পকে বিকশিত করতে হাট উন্নয়নের বিকল্প নেই। 

শম্ভুগঞ্জ বাজারের এই চামড়ার হাটে ঈদ পরবর্তী সময়ে প্রতি হাটে বিক্রি হয় ৪ থেকে ৫ কোটি টাকার চামড়া। প্রতি পিস গরু এবং মহিষের চামড়ার জন্য ইজারা দিতে হয় ৪০ টাকা।

এসএইচ