গেল আগস্টে ক্ষমতার পালা বদলের পর দেশ পুনর্গঠনে কার্যকর ভূমিকা রেখে চলেছেন প্রবাসী বাংলাদেশিরা। হাসিনা সরকারের পতনের পর রেমিট্যান্স প্রবাহে বেড়েছে গতি। গত পাঁচ মাসে রেমিট্যান্স বেড়েছে ৩ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৩ সালের তুলনায় যা ২৬ শতাংশের বেশি।
দেশের প্রবাসী আয়ের ভিত মজবুত রাখার অন্যতম অংশীজন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। গেল আগস্টে ২ হাজার ৯৯০ কোটি টাকার বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন তারা। যা ২০২৪ সালে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স।
প্রবাসীদের একজন বলেন, ‘প্রত্যেক প্রবাসী ব্যাংকমুখী হয়েছে। ব্যাংকে টাকা পাঠাতে তারা স্বাচ্ছন্দ্যবোধ করছে।’
তবে, এতকিছুর পরও পাসপোর্ট নিয়ে ভোগান্তি, হাইকমিশনের সেবার মান না বাড়া এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বহাল রাখায় ক্ষোভ জানান প্রবাসীরা। প্রবাসী আয়ে প্রণোদনা আড়াই শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ করার দাবিও জানান তারা।
রেমিট্যান্সের এই ঊর্ধ্বগামী ধারা অব্যাহত রাখতে অর্থপাচার রোধে অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।