অর্থনীতি
0

মোটরসাইকেল, ফ্রিজ, এসি শিল্পে আয়কর ১০ থেকে বাড়িয়ে ২০ শতাংশ নির্ধারণ

রেফ্রিজারেটর, যন্ত্রাংশসহ ফ্রিজ নির্মাণ, মোটরসাইকেল, এয়ারকন্ডিশন ও কম্প্রেসার তৈরির শিল্প প্রতিষ্ঠানের করপোরেট আয়কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৪-২৫ অর্থবছর থেকে ৩০ জুন ২০৩২ সাল পর্যন্ত এ প্রজ্ঞাপন কার্যকর থাকবে বলে জানিয়েছে এনবিআর।

আজ (বুধবার, ৮ জানুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে কর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এনবিআর চেয়ারম্যান সাক্ষরিত ৭ জানুয়ারির এক প্রজ্ঞাপনে এসব প্রতিষ্ঠানের আয়কর কমিয়ে ২০ শতাংশের কথা বলা হলেও মূলত কোম্পানিগুলোকে ১০ শতাংশ কর বাড়ানো হলো।

চলতি অর্থ বছরে করপোরেট করহার সাড়ে ২৭ শতাংশ নির্ধারণ হলেও ২০২১ সালের ২১ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে রেফ্রিজারেটর, যন্ত্রাংশসহ ফ্রিজ নির্মাণ, মোটরসাইকেল, এয়ারকন্ডিশনার ও কম্প্রেসার তৈরির শিল্প প্রতিষ্ঠানের আয়কর ২০৩২ সাল পর্যন্ত ১০ শতাংশ নির্ধারণ করে এনবিআর।

ওই প্রজ্ঞাপন অনুযায়ী এতদিন ১০ শতাংশ কর দিতে হতো প্রতিষ্ঠানগুলোকে। এ প্রজ্ঞাপনে সে সুযোগ রহিত হলো।

এএম