৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহনের পর ২৭ আগষ্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌদি রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আলোচনা হয়, দুই দেশের সরকারই পরস্পরের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে।
রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবারও সৌদি-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গ। অর্থনৈতিক সম্পর্ক সংক্রান্ত এই সেমিনারে উঠে আসে রিয়াদ-ঢাকা সম্পর্কে বন্ধুত্বের হাত বার বার ফিরিয়ে দিয়েছে হাসিনা সরকার। ব্যক্তি স্বার্থেই এমনটা করা হতো বলে অভিযোগ জানান সৌদি রাষ্ট্রদূত।
কেবল জনশক্তি রপ্তানিতেই নয় বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করে পূর্ব-দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়তে চায় সৌদি আরব, জানান সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দোহাইলাম।
শুধু সৌদি আরবের কোম্পানি নয় দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও ফিরিয়ে দিয়েছিল হাসিনা সরকার। বিনিয়োগ না বাড়ার কারণ শুধু দুর্নীতি নয়, বাংলাদেশ পলিসিগত নানা ভুল সিদ্ধান্তও নিয়েছিল বলে জানান অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, 'শুধু সৌদি আরব নয় এরকম আরও আছে। দক্ষিণ কোরিয়ার সাথেও এটা হয়েছে। স্যামসাং এসেছিল, কিন্তু তাদের সুযোগ দেয়া হয়নি।'
এদিকে পররাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর এবং সব দেশের জন্যই জনশক্তি প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকারকে যেকোনো সহযোগিতায় হাত বাড়ানোরও আশ্বাস দেয় সৌদি সরকার।