অর্থনীতি
0

তিন কারণে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়েছে বলে মনে করছে আইএমএফ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান ও বন্যার কারণে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়েছে, অর্থনীতির গতি শ্লথ হয়েছে কিন্তু আশার বিষয় হলো আইএমএফ মনে করে আগামী বছরের শেষ নাগাদ অর্থনীতির প্রবৃদ্ধি হবে। তৃতীয় রিভিউ মিশনের সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন আইএমএফের মিশন প্রধান ক্রিস পাপাজর্জিয়ো।

আজ (বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এই বিশেষজ্ঞ কর্মকর্তা জানান, ফেব্রুয়ারির শেষের দিকে চতুর্থ কিস্তির সাড়ে ৬৪ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ।

বাংলাদেশ যে অতিরিক্ত অর্থ সহায়তা চেয়েছে তার জন্য ওই মাসে আরেকটি পর্যবেক্ষক দল আসবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও বাংলাদেশের আর্থিক খাতের সংস্কারেই গুরুত্ব দিচ্ছে আইএমএফ।’

আর্থিক খাতের সংস্কার উদ্যোগ নিয়ে তিনি বলেন, ‘সঠিকভাবে খেলাপিঋণ চিহ্নিত করতে হবে। আর্থিক খাতে পুনর্গঠনের জন্য করতে হবে রোডম্যাপ।’

বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও সুশাসনের প্রতিও জোর দেন তিনি।

ইএ