অর্থনীতি
0

বেড়েছে মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতিও ১৪ ছুঁইছুঁই

আরো বাড়লো খাবার খরচ, জীবনধারণের ব্যয়। নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১১.৩৮ শতাংশে। যা গত অক্টোবরেও ছিল ১১ শতাংশের কম। আর খাদ্য মূল্যস্ফীতিও বেড়ে দাঁড়িয়েছে ১৩.৮০ শতাংশে। আজ (বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) থেকে এ তথ্য জানানো হয়। এতে দেখা যায় গত চার মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে নভেম্বরে।

এর আগে চলতি বছর জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতায় মূল্যস্ফীতি ১১.৬৬ শতাংশ পৌঁছায়। নতুন সরকার গঠনের পর আগস্ট থেকে আবারো কমে আসতে শুরু করে।

গত সেপ্টেম্বরে ১০ শতাংশের নিচে নামলেও আবারো ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি বেড়ে চলেছে।

নভেম্বরে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে ৯.৩৯ শতাংশ হলেও খাদ্যপণ্যে গ্রামে ১৩ শতাংশের বেশি ও শহরে ১৪.৬৩ শতাংশ। অর্থাৎ যেসব খাদ্যপণ্য গত বছর এ সময়ে ১০০ টাকায় পাওয়া যেত, তা গ্রামে এখন ১১৩ টাকা ৪১ পয়সা ও শহরে ১১৪ টাকা ৬৩ পয়সা।

আগের মাস অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৬৬ শতাংশ ও খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৪ শতাংশ। গত বছরের অর্থাৎ ২০২৩ সালের নভেম্বরে খাদ্য ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ১০ দশমিক ৭৬ শতাংশ ও ৮ দশমিক ১৬ শতাংশ।

ইএ