আগামী বাজেট সংক্ষিপ্ত আকারে ৫০-৬০ পৃষ্ঠার বক্তব্য হবে। ব্যবসা বান্ধব কর ব্যবস্থাপনার চেষ্টা থাকবে বলেও জানান ড. সালেহউদ্দিন আহমেদ।
সরকার বাস্তবায়ন যোগ্য বাজেট করতে চায়, যেখানে পরবর্তী সরকারের জন্য একটা ফুট প্রিন্ট রেখে যেতে চান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, সরকার মুখরোচক কিছু করতে চায় না।
তিনি বলেন, ‘বাজেট বাস্তবায়ন না হলে অর্থবছর শেষে সমালোচনা করা যাবে। নতুন বাজেটে এবারো কৃষি, সার ও বিদ্যুৎ খাতে ভর্তুকি থাকবে। এছাড়া, রুগ্ন ব্যাংকগুলো গ্রাহকের স্বার্থে চাইলেই বন্ধ করা যাবে না। সরকার সেগুলো বাঁচিয়ে তোলার চেষ্টা করছে বলে জানান উপদেষ্টা।