অর্থনীতি
0

ক্রয় কমিটির বৈঠকে ২ লাখ টন চাল ও ৪ লাখ টন গম আমদানির অনুমোদন

দুই লাখ টন চাল ও চার লাখ টন গম আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। আজ (বুধবার, ১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে কমিটির বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এই দুই প্রস্তাব পরবর্তীতে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অনুমোদনের জন্য উত্থাপিত হবে।

তবে আজ সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে তিটি প্রস্তাব উত্থাপিত হলেও অনুমোদন পেয়েছে দু'টি।

এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে সৌদি আরব থেকে প্রথম লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানিউলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব উত্থাপিত অনুমোদিত হয়েছে।

একই অর্থ বছরের হিসাবে একই পরিমাণ সার কেনা হচ্ছে কাতার থেকেও। দ্বিতীয় লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানিউলার সার আমদানির প্রস্তাব অনুমোদন পেয়েছে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর