তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘তারেক রহমানের নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নেই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি নেয়ার, আমরা নেবো এবং তার নিরাপত্তা আমরা নিশ্চিত করবো।’

তিনি বলেন, ‘এছাড়া জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেয়ার জন্য আমরা ছোট একটা কমিটি করেছি। ওই কমিটি ব্যবস্থা নেবে।’

আরও পড়ুন:

এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধের সঙ্গে জড়িতদের ধরে দিতে পারলে তার জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওসমান হাদির গুলিবিদ্ধের সঙ্গে যারা জড়িত, তাদের যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। উনি ক্রিটিক্যাল অবস্থায় আছে। আমাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে উনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারবেন। এজন্য আপনারা সবাই দোয়া করবেন।’

এসএস