১৩শ’ কেজি ওজনের বুলডোজার আর ১১শ' কেজি ওজনের বিগবস। হিলির একটি খামারে কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা বিশালাকৃতির এই মহিষগুলোর একেকটির দাম হাঁকানো হচ্ছে সাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত। কয়েক সপ্তাহ পরেই এগুলো তোলা হবে পশুর হাটে। তাই খামারে চলছে শেষ সময়ের প্রস্তুতি।
এবার প্রথমবারের মতো হিলিতে বাণিজ্যিকভাবে মহিষ পালন হচ্ছে। ঈদ ঘিরে খামারে বেড়েছে ব্যস্ততা। দিনে একটি মহিষ গড়ে ২০০ থেকে ২৫০ টাকার খাবার খায়। অল্প খাবারে দ্রুত মাংস বৃদ্ধি হওয়ার কারণে খামারিদের কাছে মহিষ পালন জনপ্রিয় হয়ে উঠছে। তবে এবার গোখাদ্যের দাম বাড়ায় আশানুরূপ লাভ হওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা।
খামারিদের একজন বলেন, 'কোরাবানি উপলক্ষে মহিষ পালন করা হয়েছে আর ১০ থেকে ১২ দিন পর আমরা মহিষ বিক্রি শুরু করবো।'
উপজেলা প্রাণিসম্পদ অফিস বলছে এ বছর চাহিদার চেয়ে উপজেলায় সাড়ে ৭ হাজারের বেশি পশু রয়েছে।
হাকিমপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাজী মাহবুবুর রহমান বলেন, 'মহিষের সবচেয়ে সংক্রামক রোগ হচ্ছে গলা ফোলা রোগ। খামারিরা যেন বছরে একবার এই রোগের টিকা দিয়ে থাকে সে ব্যাপারে পরামর্শ দিয়ে যাচ্ছি।'
চলতি বছর হিলিতে কোরবানির জন্য সাড়ে ১৭ হাজারের বেশি পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে মহিষ প্রায় ২০০টি।