ডিসেম্বরের মধ্যে একীভূত না হলে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক

0

কোনো ব্যাংক চাইলে অন্য ব্যাংকের সঙ্গে ডিসেম্বরের মধ্যেই একীভূত হওয়ার উদ্যোগ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে পঞ্চম তলাস্থ জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা জানান, ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক।

ডিসেম্বরের পর ব্যাকের অবস্থা বুঝে বাংলাদেশ ব্যাংক একীভূতকরণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে আমানতকারী এবং তাদের আমানতকে সবচেয়ে গুরুত্ব দেয়া হবে। এতে আমানতের শতভাগ নিশ্চিত থাকবে। কোনো আমানত হারাবে না। ব্যাংক বন্ধ হয়ে গেলে আমানত যাই থাকুক শুধু এক লাখ টাকা ফেরত পাওয়া যাবে এমন তথ্য সঠিক নয় বলেও জানান তিনি।

মেজবাউল হক আরও বলেন, এই প্রক্রিয়ায় কোনো কর্মী চাকরি হারাবে না। বিশ্বের অন্যান্য দেশে যে স্বচ্ছ প্রক্রিয়ায় একীভূতকরণ হয়েছে সেই প্রক্রিয়াই এখানে অনুসরণ করা হবে। এতে কোনো ব্যাংক অবসায়নে যাবে না। শুধু দুটি ব্যাংক একসাথে যোগ হয়ে একটি ব্যাংকের কার্যক্রম পরিচালনা করবে।

ব্যাংকের আর্থিক অবস্থা এরইমধ্যে আর্থিক প্রতিবেদন ও শেয়ারবাজারে দেখা যাচ্ছে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র বলেন, ব্যাংকের আর্থিক অবস্থা ব্যালেন্সশিট অনুযায়ী হবে। কোনো অ্যাসেসমেন্টের উপর‌ না।

এসএসএস