ডেপুটি গভর্নর হচ্ছেন খুরশীদ আলম ও ড. হাবিব

0

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হচ্ছেন মো. খুরশীদ আলম ও ড. মো. হাবিবুর রহমান।‌ তাদের চুক্তিভিত্তিক নিয়োগপত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়োগ সংক্রান্ত নথিতে সই করে আদেশ জারির জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠান এবং পরে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

তথ্যমতে, এর আগে এ কে এম সাজিদুর রহমান ও আবু ফরাহ মোহাম্মদ নাসের ডেপুটি গভর্নর পদ থেকে অবসরে যাওয়ায় দুটি শূন্য পদে নিয়োগ পেতে যাচ্ছেন মো. খুরশীদ আলম ও ড. মো. হাবিবুর রহমান।

খুরশীদ আলম বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক-১ এবং ড. হাবিবুর রহমান বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ। এখন দুজনকেই নিয়মিত চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়ে ডেপুটি গভর্নরের চুক্তিভিত্তিক পদে যোগদান করতে হবে।

প্রসঙ্গত, চলতি মাসের ২ ফেব্রুয়ারি এ কে এম সাজেদুর রহমান খান এবং গত ২৩ ফেব্রুয়ারি আবু ফরাহ মো. নাছেরের ডেপুটি গভর্নর হিসেবে চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর এ দুটি পদ খালি হয়। আবু ফরাহ মো. নাছের পলিসি অ্যাডভাইজার হিসেবে আগামী এক বছরের জন্য নিয়োগ পাওয়ার কথা রয়েছে।

এসএসএস